সমস্ত রাতভোর
শ্যামলকুমার প্রামাণিক
কালো হাত ধরে হেঁটে যাচ্ছে ধর্ম, রাজনীতি
এবং সন্ত্রাস
দীর্ঘ ছায়ার ভিতর হেঁটে যাই
আর্তনাদে
অথচ একটাই আকাশ
আজ আমাদের অস্তিত্বের সংকট
প্রতিদিন দেখি দগ্ধ মুখ
সহযোদ্ধাদের অকালমৃত্যু
বুকের ভিতর তীব্র যন্ত্রণা
সারারাত ঘুম আসেনা দুচোখে
অথচ ওষ্ঠে জড়ানো চাঁদের আলো
হাতের তালুতে স্হলপদ্ম নিয়ে দাঁড়িয়ে আছেন
গৌতম বুদ্ধ
সমস্ত রাতভোর।