কেকা মন্ডল

কেকা মন্ডলঃ কবিতা ক্ষয়িষ্ণু

ক্ষয়িষ্ণু


সেই সুদূর অতীতে ভোলগার দিবা ও নিশাদের নিয়ে
যে সভ্যতার জয়যাত্রা ,সেটিকে ক্ষনিক সংশোধিত করে
আমরা ফিরে যেতে চাই সেই ক্ষনটিতে ,
যেখানে নেই মুষ্টিমেয় বুর্জোয়া  ও  ব্রাহ্মণ্য বাদের নিগূঢ় প্রভাব ,
যেখানে নেই মনকে যান্ত্রিক দাস করার নিদারুণ উপায়
সভ্যতা নয়, কেবল মানুষের প্রবৃত্তি গুলি দমন করতে শিখুক মানুষ ।
মুষ্টিমেয় পাশ্চাত্য অনুগামী ও বানিজ্য নীতির কবলে,
সময়ের গড্ডলিকা প্রবাহে, সমাজ ও সভ্যতা ভেসে যাবে আর কতদিন ?
ক্ষয়িষ্ণু মানব সভ্যতা দেখে দু’চোখ টাটায় -আমরা পারিনা যন্ত্র হতে ,
প্রবহমান প্রানের ছন্দে সর্বদাই নৃত্যরত মন,
একদিকে প্রগাঢ় বিশৃঙ্খল , অন্যদিকে ফিকে হয়ে আসে মেল বন্ধন ,
এমন সামাজিক ভারসাম্য হীনতা ,আর কতদিন !

[

কেকা মন্ডল।
দলিত কবি
জন্ম ১৯৯৭ জুন ৩০
জন্মস্থান-  বীরভূম
বাড়ি – দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাটগাছা গ্রামে ।

শিক্ষা গ্রহণ: – ডঃ এ পি জে আব্দুল কালাম কলেজ থেকে স্নাতক পাশ,(২০১৮) ,এবং
যোগোমায়া দেবী কলেজ থেকে ২০২০ তে বাংলা বিষয়ে স্নাতকোত্তর পাশ   ]

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *