আগুন
(মনীষা বাল্মীকি স্মরণে)
জ্বলছে আগুন অন্ধকারে
আকাশ জুড়ে আলোর ছটা
জ্বলছি আমি হাতরাসে এই
বিজন মাঠে একাকিনী
একাতো নই, সঙ্গী অনেক।
জ্বলেছি সেই কামদুনিতে
সিঙ্গুরের ওই ফাঁকা মাঠে
রাজধানীতে লোকের মাঝে-
জ্বলছি বলে ভেবোনা যে
ছাই হয়েই মিলিয়ে যাবো
আগুন আমি ছড়িয়ে যাবো
বুকে আগুন জ্বালিয়ে যাবো-
ভাবতে পারো সঙ্গী বিহীন
একা আমি সহায় হীনা
ভুল ভেবেছো, একাই আমি
দাবানলের হাজার কনা-
হাজার কনার লক্ষ আলো
ঘরে ঘরে জ্বালবো বলে-
জ্বলছি তাই এই অন্ধকারে
জ্বলছি তোমার মনের কোনে।
—
কাব্যগ্রন্থঃ আগুন
প্রকাশঃ বইমেলা ২০২২
প্রকাশকঃ ‘চতুর্থ দুনিয়া’
I have read this poem as well some other poems of the book “Agoon”. Really good poems.