বই প্রকাশ

কলকাতা বইমেলায় চতুর্থ দুনিয়ার স্টল ও বই প্রকাশ

গত ২৮শে ফেব্রুয়ারী থেকে ২০২২ সালের কলকাতা বইমেলা শুরু হয়ে শেষ হল ১৩ই মার্চ ২০২২ শে। কলকাতার সল্ট লেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত মেলায় অংশ নিয়েছিল দেশ-বিদেশের অনেক প্রকাশক ও পুস্তক বিক্রেতা।

লিটিল ম্যাগাজিন বিভাগে প্রতিবারের মত এবারও স্টল দিয়েছিল ‘চতুর্থ দুনিয়া’ তথা বাংলা দলিত সাহিত্য সংস্থা। দলিত সাহিত্য নিয়ে লোকের আগ্রহ এবং গবেষণা দিন দিন বাড়ছে। তাই দলিত সাহিত্য সংক্রান্ত বই পেতে অনেক পড়ুয়া এবং গবেষকরাই ভিড় জমিয়েছিল ‘চতুর্থ দুনিয়ার স্টলে’।

৮ই মার্চ এই স্টল থেকেই প্রকাশিত হল দলিত লেখক স্বপন বিশ্বাসের তৃতীয় কবিতার বই ‘আগুন’। মনীষা বাল্মিকীর স্মরণে লেখা বইয়ের প্রথম কবিতার নাম অনুসারে বইয়ের নামকরণ। প্রকাশ করলেন বাংলা দলিত সাহিত্য সংস্থার বর্তমান সভাপতি শ্রী অমর কৃষ্ণ বিশ্বাস, বিশিষ্ট দলিত লেখিকা শ্রীমতী কল্যানী ঠাকুর চাঁড়াল, ড। অসিত বিশ্বাস প্রমুখ এবং অন্যান্য কবি সাহিত্যিকেরা।

‘আগুন’ বইএর প্রচ্ছদ

বিভিন্ন দিনে স্টলে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট দলিত সাহিত্যিক, সাহিত্য প্রেমী এবং গবেষকেরা।

প্রসঙ্গতঃ উল্লেখ করা যেতে পারে কলেজ স্ট্রিটে ‘চতুর্থ দুনিয়া’র স্টলের ঠিকানা,

২২, ভবানী দত্ত লেন,

কলকাতা- ৭০০০৭৩

খোলা থাকে প্রতি বৃহষ্পতিবার বিকাল ৬-৮টা। অগ্রহীরা সেখান থেকে বই সংরহ করতে পারেন।

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *