সমীরণ বিশ্বাস

সমীরণ বিশ্বাসের অনুগল্পঃ ধর্ম আর ধার্মিক।

ধর্ম আর ধার্মিক।

সমীরণ বিশ্বাস।

একদমই সঠিক। ওরা বলে,ধর্মকে আপনারা কোনো ভাবে মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না।

এক স্টেশনে ট্রেন ধরতে এসে যাত্রীরা শোনে রাত ১২.৫৬ এর জম্মু তাওয়াই এক্সপ্রেস সাত ঘন্টা লেট।কয়েকজন মুসলমান, কিছু দাড়িঅলা,কিছু ছাড়া আর কিছু হিন্দু যাদের একজনের জামার তলা দিয়ে দড়ি বেরিয়ে আছে, তারা ভয়ংকর তর্ক জুড়ে দিয়েছে।এক মুসলমান নাকি ওই বামুনকে শালার মালায়ুন বলেছে।আর এরা নাকি দাড়ি ওয়ালাকে কাটা শুয়োরছানা বলেছে।আর যায় কোথায় মারামারি হয় হয়।

আমাকে দেখে পৈতেধারী বলে,আপনি তো শুনলেন, কি স্পর্ধা এদের।

আমি বললাম,আপনরা উভয়েই অত্যন্ত ধার্মিক। তাইতো ধর্ম নিয়ে এতো নোংরা গালাগালি। মা, বাবা,বোন কিচ্ছু ছাড়ছেন না।আপনারা একটু একে অন্যকে ক্ষমা করতে পারছেন না?আপনাদের গীতা কুরআানে ক্ষমার কথা লেখা নেই?আমি নিজে মানবতা ছাড়া এইসব ধর্ম গুলোকে ঘেন্না করি।

যেই বলেছি,অমনি দুই ধর্মের প্রবক্তারা আমাকেই আক্রমণ করে বসলো।”শুনুন, যেকোনো একটা ধর্ম আপনাকে মানতেই হবে।ধর্মকে আপনি যতই চেষ্টা করুন, মানুষের মন থেকে সরাতে পারবেন না।ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না,ইত্যাদি ——–।

আমি দেখলাম ঠিক আছে,আমাকে গালাগালি দিক।আমি ঘুমিয়ে পড়ি।

হঠাৎ জোর ধাক্কায় আমার ঘুম ভাঙ্গে। দেখি, আবার ঝগড়া চলছে।এক ধার্মিক ছুরি চালিয়েছে।আর এক বিপরীত ধার্মিক ফল ওয়ালার ঝুড়ির পাশে রাখা প্যাকিং বাক্স দিয়ে মাথায় মেরেছে। আর পি এফ ডেকে আনতে আনতে ভোর হলে অটো ধরে বাড়ির দিকে রওয়ানা দি।

জয় হোক ধর্ম আর ধার্মিকের।

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *