ঝুমুর নাচের বাসিনীমাসি
বাসিনীমাসি নাচতে গেছে।
দেখবি যদি আয় সকাশে
ঝুমুর নাচ নাচলে পরে
বাসিনীদের কি গঙ্গা মেলে।
শ্রীধর বাবু ওস্তাদ তার
বাসিনী ম’লে চিলে খাবে
জেনে শুনেও নাচলি মাসি
গরুরগাড়ি টানলে পরে
লাগবে না তোর
ও মাসি তুই নাচিস না আর
ছেঁচড়ে যাবে, দড়ি বাঁধবে পায়েরে তোর
ঘুঙুর বাঁধা ওই পায়েই
নিয়ে যাবে নদীর চরায়
চিল শকুনে ছিঁড়ে খাবে।
কেনরে তুই নাচতে গেলি।
বাসিনী মাসি থামরে এবার
থামারে তোর ঝুমুর নাচ
কৃতজ্ঞতা : সুনীলকুমার দাস
ভুবন গ্রামের বাসিন্দাদের
চলুন একটু বেড়িয়ে আসি
ও তল্লাটে হচ্ছে কি সব পসরা
নিয়ে দোকানীরা ভোগের বাজার
খুলছে যখন উচিৎ নয় কি
চেখে দেখা হোক না ভাল
হোক না মন্দ অল্প স্বল্প
ভাল মন্দ নিয়েই তো এই
জীবনটাকে কাটাতে হবে আর
কিছুদিন খেতে হবে গালমন্দ
দু’চারবার পিছলেও পা পড়বে
নাকি সড়কপথে যে হেঁটেছে
তারই কিন্তু ঝুলিতে কিছু
অভিজ্ঞতা আছেই আছে নেই
কি মশায় বলুন দেখি বুক
চাপড়ে আপনি কত বাপের
ব্যাটা দাঁড়ান গিয়ে আয়না
নিয়ে একটা দু’টো মার্কা কালো
নিজেই খুঁজে পেয়ে যাবেন তবুও
এই দুনিয়াতে দু’এক দিনের
ওঠাবসায় কেউ কি কাউকে ছাড়তে
পারি বাপকেও না বলুন
একবার ভুবনগ্রামের বাসিন্দারা
জয় মাতা দি বাপের আমরা
নাম জানি না বাপ গিয়েছে
অন্যগ্রহে আনতে আরও সামগ্রী
বাবারা সব গিয়েছেন কি?
Book- যে মেয়ে আধার গোনে- চতুর্থ দুনিয়া, ২০০৮।