জল অচল মেয়েটি
আমি সেই নারী, তোমাকে
নাচিয়ে ফের ফেলে দিতে পারি
জান না কুলটা মেয়ে বার বার
ঘাটে যায় জল আনার ছল নিয়ে নিয়ে
এ ক্ষেত্রে জল চলে জল অচল
মেয়েটির হাতে
বর্ণের ভেদ জেনেও কামনার হাত
উঠে আসে, সত্যের সন্ধানে সে
বড় কঠিন
ভাব ও ভানের ভেদে বার বার
ফিরে যাই নিজ নিকেতনে
চুনিকে
অন্ধকারকে গভীরভাবে জানব বলে আমার।
রঙ কালো। কালো মেয়েকে সোহাগ করে
তোমাদের কবিরা বলেন, ‘কৃষ্ণকলি, ‘মৃগনয়নী’
এ চোখ হরিণের নয় জানি, কিন্তু চপলতা
শ্ববাপদের ভয়ে সদা সতর্ক
সচরাচর প্রেমিকেরা এ জাতীয় সোহাগ করে থাকে।
কৃষ্ণকলির কবিদের বলি, কালো মেয়েদের
নিয়ে এ আদিখ্যেতা বন্ধ কর
কালোবাজারীতে কালো মেয়ে সুযোগ্য।
নগ্ন শবরীর তৈলচিত্র চড়া দামে
বিকোয় হাতুড়ি ঠুকে ঠুকে
বাবা সকল কালো কালো চুনিদের
যত্নে রেখ, অভিমানিনীরা যেন
চেতনার রঙে রাঙা হতে না চায়
Book- ধরলেই যুদ্ধ সুনিশ্চিত- প্রথম প্রকাশ চতুর্থ দুনিয়া ২০০৩, দ্বিতীয় প্রকাশ ২০০৬।