জুতো-সমাজ
পা যেমন শক্ত চামড়ার নতুন
জুতোর মধ্যে অতি সন্তর্পণে
জায়গা করে নেয়
ও মেয়ে সমাজটাও তেমনি
টাইট জুতোর ভেতরটার মতো
তোমাকে খুব সাবধানে
জায়গা করে নিতে হবে
কপাল ভাল তো ব্যান্ড-এড
মার্কা বাবা ভাই পেয়ে
যেতে পার
নচেৎ এই হার্ড লেদার
সমাজেই তোমাকে ফোস্কা
কড়া নিয়ে টিকে থেকে
পার হতে হবে আরও
কয়েক শতাব্দী
Book- ধরলেই যুদ্ধ সুনিশ্চিত- প্রথম প্রকাশ চতুর্থ দুনিয়া ২০০৩, দ্বিতীয় প্রকাশ ২০০৬।
খরা
বৃহন্নলা কালো মেঘ বহুক্ষণ গান-বাজনায়
গর্ভবতী ধানগাছ ঊর্ধ্ববাহু ডেকে চলে
শুনবে কেন তার কথা
বাউণ্ডুলে দমকা হাওয়া ফুসলে নিয়ে
গেল ওপাড়ায়।
আজ একমাস হতে চলল এক ফোঁটা
জল নেই ওপরের
ফুটি-ফাটা টাঁড় মাটি অগভীর
নলকপে ভিজে, পৌছায় মূল থেকে
বীজে
যেন মাতৃদুগ্ধ ছেড়ে শিশু বেড়ে ওঠে
কৃত্রিম দুধে
দূরে কেউ গায় না সে গান
‘ওলো ম্যাঘারানী শাক ধুয়ে
ফ্যালা পানি’ গান
Book- ধরলেই যুদ্ধ সুনিশ্চিত- প্রথম প্রকাশ চতুর্থ দুনিয়া ২০০৩, দ্বিতীয় প্রকাশ ২০০৬।
Ati sunder kavita!