ভালবাসা ধুয়ে যায় সৌজন্যের
সাবান ফেনায়, স্বপ্নের বাজারে
আসে নরনারী সব
নতুন ভারতবর্ষের পিঠে-পিঠ ঠেকিয়ে
আমরা এগোই
গণ ধরে টানলেই ঝরে পড়ে চিক,
জুতোর মালায় সাজে রাষ্ট্রনায়ক
ধিক্কার দিবসে হয় সোচ্চার সব
বাম-ডান-ঊর্ধ্ব-অধরা
সাদাকালোর ভারতবর্ষে দানাপানি
খুঁটে খাওয়া মানুষের ভিড়ে
মুখ লুকায় নতুন সভ্যতার জনক
ভাল থাকে মন।
যদি খুলে নেওয়া যায় মুখোশের
আড়ালের মুখগুলো সব
জন্মদাগ না মুছে চলে আয় চুনি
দিবসে আমরা জ্বালি নতুন মশাল
কাব্যগ্রন্থঃ যুদ্ধ সুনিশ্চিত। প্রথম প্রকাশ- চতুর্থ দুনিয়া ২০০৩, দ্বিতীয় প্রকাশ ২০০৬।