অস্তিত্ব
সমীরণ বিশ্বাস
আমি জানি আমার কী করা উচিত।
আমি জানি আমার অধিকার কতটা।
আমি জানি ক্ষমতাবানেরা আমাকে কতটা স্বাধীনতা দেবে,
তবু আমি কখনও কিছু বলি না।
পাছে আমার অস্তিত্ব হারিয়ে যায়।
আমার অস্ত্বিত্বের রক্ষার জন্য আমি আপস করতেই থাকি।
আমি কিন্তু জীবিত।
সত্যি কি জীবিত?
ক্ষমতাবানেরা আমাকে মঞ্চে উঠতে দেয় না।
আমি কিন্তু বলতে পারি, গাইতে পারি,হাসতে পারি,হাসাতে পারি।
আমি কখনও উঠতেও চাই না।
আমি বলতেই পারি, দেশটাকে কারা জাহান্নামে পাঠাচ্ছে।
আমি বলতেই পারি উত্তরণের রাস্তা কী।
আমি বলি না ।
যদিও আমি জীবিত।
সত্যি কি জীবিত?
আমার পূর্ব পুরুষদের যারা হত্যা করেছিল, ওরা বললো, তোমার ঈশ্বর।
আমি সমস্ত হৃদয় দিয়ে তাকেই ঈশ্বর মানি।
তার রক্তাক্ত হাতকে আশীর্বাদএর হাত ভাবতে থাকি।
তার কোনও পরির্বতন হলে,প্রতিবাদ করতে ভুলিনি।
আমার দুঃখকে বুকে চেপে রেখে ওদের কথা ওদের মতো করেই বলি।
আমি কিন্তু জীবিত।
সত্যি কি জীবিত?
আমরা কাজ করি।
শহরেনগরে,গ্রামে,জলে,আমরা কাজ করি,
যুদ্ধ আমরাই করি।
আমরাই মারি, আমরাই মরি।
আমরা সংখ্যাতে অনেক,
তবু আমরা নিজের অস্ত্বিত্বহীন।
আমি কিন্তু জীবিত।
সত্যি কি জীবিত?