Kalyani Thakur

কল্যানী ঠাকুরের কবিতাঃ নেপোরা দই মারে চিরকাল

নেপোরা দই মারে চিরকাল


মাপ করবেন
আমি আপনাদের মত কোন
মিছিলের পিছনে দাঁড়িয়ে সোচ্চার
হতে পারছি না

যারা কৃষিজমি বাঁচাতে
বা শিল্পায়ন চাইছেন, তাদের কারও
চোদ্দপুরুষে কি কেউ কৃষিকাজে ছিলেন

দু’জনেরই ভোট ব্যাংক কৃষক

দয়া করে হাজার তত্ত্ব শুনিয়ে
ওই চিরকাল খেটে খাওয়া সাদামাটা
মানুষগুলোর সব কিছু গুলিয়ে দেবেন না
গুলিয়ে দেবেন না ওদের অবস্থান

ওদের কথা ওদেরকেই ভাবতে দিন।

কেমন জো এলে ধান বোনা হয়
কয় কাড়া হলে চাল খাওয়ার যোগ্য হয়
যারা জানে না,

যারা চিরকাল কৃষকের তৈরি সরুচালের
ভাত খেয়ে মানুষ।
সেইসব ভদ্রলোক বিপ্লবীরা দয়া করে
ওখান থেকে সরে দাঁড়ান

বিপ্লব হয় আপনাদের মর্জিতে
গুলি খায় নন্দীগ্রাম বাসী
জেলেও যায় সেই নন্দীগ্রামের মানুষ

ভদ্রলোকদের কারও কোনদিন গুলি
লাগেনি, লাগে না–

তারা প্রয়োজনে পদক পান
আবার সময় বুঝে রবীন্দ্রানুগামী
হয়ে গণরেটে তা ফেরৎ দেন
এ সময়ে আর একবার প্রচারে
আসা যায়–
এতদিন কি তারা চোখে ঠুলি
পরে ছিলেন।

কার উন্নয়নে কে বড় হবে?

নন্দীগ্রামবাসী, সিঙ্গুরবাসী,
মৃত মরিচঝাপিবাসী স্বজনেরা
ঘরে বসে বালিশ ভেজান ছাড়া
কিছুই করতে পারি না–

আর কবে বুঝবে এ মাটির তুমি নও
তোমার ভোটটাই বড় জরুরী ওদের
চিনতে দেরী করলে আরও প্রাণ যাবে
এদেশে সব যুদ্ধে, সব দাঙ্গায় মরে
শুধু দলিত আর মুসলিম

সে গোধরাই হোক আর সিঙ্গুর–
নন্দীগ্রামই হোক

মাঝখান থেকে নেপোরা দই
মেরে যায়।

Book- যে মেয়ে আধার গোনে- চতুর্থ দুনিয়া, ২০০৮।

Poem Name-নেপোরা দই মারে চিরকাল।

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

1 Comment

  1. An excellent poem. Realistic, expressive but using only few words which is necessary. Wish her success as a mature and an established poet in future.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *