মিড-ডে মিলের রাঁধুনি
বিপ্রতীপে তোমরা সব
মনুর সন্তান
আমি তো রাঁধুনি মাত্র
বাউরির মেয়ে
মিড-ডে মিলে
কাল যায় ক্ষণ যায়
ফত্ ফত্ ওড়ে পতাকা
বৎসরান্তে ছাপ দিই
রাজা যায় রাজা আসে
আয়ারাম গয়ারাম
ছুঁয়ে দিলে জাত যায়
সেখানেও কথা আছে একখান
মন্ত্রী আসে বসে পড়ে
ভাঙে যদি ভেদাভেদ
এও কি ভন্ডামি নয়
নাকি ভোট বাক্সে নজর
বুঝে নিন বন্ধুগণ হঠাৎ তো
গজায় নি এসব বিষয়
চাঁদ থেকে ফিরে আসে মানুষ
মানুষ বদলায় কই উপমহাদেশে
Book- যে মেয়ে আধার গোনে- চতুর্থ দুনিয়া, ২০০৮।
ত্রিবর্ণা গল্পটা পড়লাম। বাস্তব গল্প। বড়ো নির্মম সমাজ।