আমার স্বজাতিঃ রাইচরণ বিশ্বাস (১৮৭৮-১৯৩৮)
আমার স্বজাতি, ভাবি দিন রাতি
কেমনে লভিবে মুক্তি,
নেতৃগন সনে উঠিতে বসিতে
সদা করি সেই যুক্তি।
সংসার বাসনা বিষয় বিভব
আমিত্ব আমার প্রাণ
বিকাইতে পারি স্বজাতির তরে
করিতে পারিগো দান,
আমার স্বজাতি ধেয়ান জ্ঞান!
আমার জীবন মরে বা রহে বা
তাহাতে নাহিক ক্ষতি,
একটা জীবন যাক না, হ’ক না
লক্ষ জীবন গতি।
শরীরধারীর মরণ ধ্রুবই
তবে আছে কি বা দুখ
স্বজাতির কাজে মরিতে পারিলে
উজলে জাতর মুখ
মরি সে মরণে কতই সুখ।
( চতুর্থ দুনিয়া থেকে প্রকাশিত ‘শতবর্ষের বাঙলা দলিত সাহিত্য’ থেকে সংগৃহীত)
He is really a noble person, His only son Sri Biswanath Biswas. we are his grandson and grand-daughter.