মানুষ চেনার এক নতুন উপায় বের করেছি,
নতুন নতুন লোকের সঙ্গে যেচে আলাপ করি
শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠার কথা বলে
সমীহ আদায় করে নিই; পরিচয় অন্তরঙ্গ হয় ধীরে ধীরে।
তারপর একদিন আমার আসল পরিচয় দিই,
বলি, আমি দলিত। তারপর লক্ষ করি তার
মুখের দিকে, সে মুখ তখন দ্রুত পরিবর্তন…
ভালো মানুষের মুখোস যায় খসে, দৃষ্টিও
বাচনভঙ্গী হঠাৎ যায় পালটে। কুঞ্চিত হয় ভ্রু!
কাজের অছিলায় তখনই কেটে পড়ে সে,
সেই শেষ! এখন দেখা হলে সে না-চেনার
ভান করে মুখ ঘুরিয়ে নেয়।
——-
[‘চতুর্থ দুনিয়া’ থেকে প্রকাশিত ‘শতবর্ষের বাঙলা দলিত সাহিত্য’ থেকে সংগৃহীত]