আমার অস্তিত্ব মিশে আছে
রাস্তার বাঁকে বাঁকে পদচিহ্ন আঁকা আছে।
তার সাথে কিছু রক্ত, কিছু ঘাম
কিছু বা ক্লেদাক্ত অভিমান।
হে আমার লীলাভূমি, বিদায়ের কালে
এই সব নৈবেদ্যের থালা
তোমাকে বিলিয়ে দিয়ে রিক্ত আমি।
না! আর আমি ফিরবোনা কোনদিন-
কোনদিন কোন অবকাশ যদি পাও,
দেখে নিয়ো আমার গায়ের গন্ধ…
দেখে নিয়ো- আশা, ভালোবাস্,প্রেম
বিন্দু বিন্দু কনা হয়ে মিশে আছে
তোমার গায়ের সাথে, আঁচলের খুটে।
এঁকে যাই পদচিহ্ন, কান্না ও কৌতুক
দিয়ে যাই শৈশবের কল-কোলাহল
আমার আস্তিত্ব নিয়ে সেজে থাক তোমার অঙ্গন।
——
Wonderful poem. Really wonderful.
Very beautiful poem.