শ‍্যামলকুমার প্রামাণিকের কবিতাঃ এখানে রাত

এখানে রাত

শ‍্যামলকুমার প্রামাণিক

এখানে রাত নগ্ন হয়ে বসে থাকে 

একটি কাহিনি লেখা হয়

জাদুগরের মতো

একমুখী রাস্তার 

তবুও আমাদের জীবন বেড়ে ওঠে 

বেঁচে থাকি

অনুভব করি

যন্ত্রণা 

অপমান 

আমি হেঁটে যাই

আমাকে ঢেকে রাখা

অন্ধকারের ছায়ার ভিতর দিয়ে।

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *