রাজু দাস

রাজু দাসের জন্ম 11 ই এপ্রিল 1953 সালে ঢাকা জেলার ( বাংলাদেশ ) রামনগর গ্রামে। বাবা হিরালাল দাস, ছোট দারোগা ছিলেন । মা সুশীলা দাস গৃহকর্ত্রী।প্রাথমিক শিক্ষা : বান্দুরা হোলিক্রশ স্কুল।( বাংলাদেশ )

শান্তিনগর হাইস্কুল থেকে 1974 এ পাঁচবার এগারো ক্লাসের বোর্ড পরীক্ষা দিয়ে পাশ করেছেন।

1964 সালে ওপার বাংলা থেকে এপার বাংলায় উদ্বাস্তু হয়ে আগমন ।

1968 সাল থেকে 1984 সাল পযর্ন্ত নবারুণ নবরুপা সাহিত্য পত্রিকা ও শান্তিকুঞ্জ নাটকের দল চালাতে পর্যায়ক্রমে সতেরো বছর তিনচাকার রিকশা চালিয়েছেন ।

1973 সালে রাতের প্রহরী হিসাবে চাকুরী গ্রহণ।

1977 সালের 14 ই এপ্রিল ড:  আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে গান্ধ‍্যর্ব মতে নমিতা রায়কে জীবন সঙিনী হিসাবে গ্রহন।

2013 সালে চাকুরী থেকে অবসর ।

দলিত নাটক লেখা ও অভিনয় করাই জীবনের মূল আদর্শ।

জনাকুড়ি দৃষ্টি প্রতিবন্ধী অভিনেতা অভিনেত্রী নিয়ে শান্তিকুঞ্জ ব্লাইন্ড নাট‍্য একাডেমি ( Regd ) নিয়ে  অবসর যাপন।

47 টি ছোট গল্প, 87 টি নাটক, এক রিকশাওয়ালার আত্মকথা প্রকাশিত।

গোটা চল্লিশ টেলিড্রামা আছে YouTube এ।

Dalit natok by Raju das ( YouTube )

Dalit literature and dramatist in Bengal ( YouTube )

42 নাটকের ইংরাজি অনুবাদ (তিনখানি গ্রন্থে) প্রকাশের পথে।

তিনি বর্তমান সময়ের একজন প্রখ্যাত নাট্যকার এবং সাহিত্যিক। বাংলা দলিত নাট্যকার হিসাবে তার স্থান প্রথম সারিতে।

রাজু দাস

এই লেখকের লেখা পড়তে এখানে ক্লিক করুন

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.