Author Introduction
Kalyani Thakur Charal is a cyclonic Dalit feminist and social activist. She wants to be known as a Dalit womanist who believes that writing is an act of resistance. She has four collections of poems, one autobiography and three collections of essays. She edits a cultural magazine, Nir. Her works are translated into English and many of them are on University syllabuses.
লেখক পরিচিতি
জন্ম-নদীয়া জেলার বগুলায় ১৯৬৫। পড়াশুনা-বগুলা পূর্বপাড়া হাইস্কুল, শ্রীরামকৃষ্ণ আনন্দ আশ্রম গার্লস হাইস্কুল, নাকতলা, কলকাতা, দঃ চাতরা নেতাজী বালিকা বিদ্যালয়, বগুলা শ্রীকৃষ্ণ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম. কম.। জীবনের অর্ধেকেরও বেশী সময় কেটেছে হষ্টেলে। হস্টেল বোর্ডারদের নিয়ে নীড় নামে পত্রিকা প্রকাশ ১৪০১ বঙ্গাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ প্রতিযোগিতায় ছোট গল্পে প্রথমস্থান অধিকার ১৯৮৯ ক্যাম্পাসে।অসংখ্য প্রকাশিত ও সম্পাদিত বইয়ের পাশাপাশি তিনি চতুর্থ দুনিয়া এবং নীড় এর মতো পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। ২০১৬ সালে প্রকাশিত আত্মজীবনী “আমি কেন চাড়াল লিখি” গ্রন্থের জন্য তিনি Sparrow Literary Award পেয়েছেন।
CLICK HERE to read writings of Kalyani Thakur.
কল্যানী ঠাকুরের লেখা পড়োতে এখানে ক্লিক করুন