Harshabardhan-Chowdhury

হর্ষবর্দ্ধন চৌধুরী- জন্ম ২১মে,২৯৫২

ক্ষিতিশ চন্দ্র চৌধুরী ও ঊষারাণী চৌধুরীর তৃতীয় সন্তান। আদি বাড়ি অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার ওড়াকান্দী গ্রাম। বাবা পশ্চিমবঙ্গ সরকারের গৃহ মন্ত্রক বিভাগে কাজ করতেন। কলকাতার কোন মেস বাড়িতে থাকতেন। দেশ ভাগ হলে স্ত্রী পুত্রদের কলকাতায় নিয়ে আসেন। ১৯৪৯ সালে দমদম এয়ারপোর্ট সংলগ্ন গ্রামোফোন কোম্পানির উত্তরে প্রতিরক্ষা বিভাগের জমিতে যে কলোনী তৈরি হয় সেখানে চার কাটার মতো জমিতে ঘর করেন। বাবা ১৯৭৩ এ মারা যান, মা ১৯৯৬এ।

শিক্ষা- প্রাথমিক বিদ্যালয় ১৯৫৯, কমলা বিদ্যাপীঠ,পশ্চিম কমলাপুর।

উচ্চমাধ্যমিক ১৯৭০ কমলা বিদ্যাপীঠ, পূর্বকমলাপুর।

১৯৭৩ স্নাতক দমদম মতিঝিল ইভিনিং কলেজ অব কমার্স।

বিবাহ: কিরণ বিহারী হালদারের কনীষ্ঠা কন্যা সুপ্রিয়ার সাথে ৬ ডিসেম্বর,১৯৮৭

পুত্র: সুসংগতো চৌধুরী ২২ জানুয়ারি, ১৯৮৯

কন্যা: স্নেহা চৌধুরী ২৩ ডিসেম্বর,১৯৯৬

চাকরি- সহায়ক স্টেশন মাস্টার পূ: রে:১৯৭৪

নিরীক্ষক, কাস্টম্স এন্ড সেন্ট্রাল একসাইজ  ১৯৭৯

অবসর :২০১৩

সাহিত্য: দশটি নাটক, একটি প্রবন্ধ ও একটি গল্প সঙ্কলন।

হর্ষবর্দ্ধন চৌধুরীর নাটকের বই

১. রবীন্দ্রনাথের কবিতা ও গল্প অবলম্বনে নাটক: প্রকাশক নাট্য সৃজনী : 2014 -পরশ পাথর, ভীরু, সুধিয়া, দুই বিঘা জমি,ছুটি, পঞ্চু সাহার পুনর্বাসন, প্রথম পূজা (৮টি নাটক)(নিঃশেষিত)

২. তক্ষক : জনমন: 2015 কর্ণ কথা,তক্ষক, রেশমী, নকল বিচার,কেয়া,পাঁঠা,নতুন ছবি, চুনী কোটালের সুইসাইড নোট, মীমাংসা, পলাতক, দেবীদুর্গা, নাইট গার্ড, অনন্যা(১৩টি নাটক)

৩. জীবন থেকে নাটক:জনমন:2015 প্রেমপথ(দশরথ মাঁজি), ঠিকানা প্লাটফর্ম, বিচার, নতুন নেতা, নতুন রামায়ণ, চা(দুর্ভিক্ষ) সফর, আলোর সন্ধানে(৭টি নাটক)

৪. চার মহামানব : 2016 গৌতম বুদ্ধ, রামমোহন, আম্বেদকর ও প্রফুল্ল চন্দ্র রায়

৫. ন’টি শ্রুতি নাটক 2017 হিকিকোমারি, আত্মহত্যা না হত্যা(রহিতভেমুলা), বিনোদিনীর চৈতন্য, দেবাত্মা সভা, মোহজাল,প্রতিশোধ, যশোধরা, পান, যুবা বনাম বৃদ্ধ

৬. যুক্তি পুরাণ 2017 মহাকাব্যের নেপথ্যে (রামায়ণ রচনার প্রেক্ষাপট), অগ্নি পরীক্ষা (সীতার  বদলে সরমা ), শেষ সাক্ষাত্ (ভীষ্মের শর শয্যায় গঙ্গা)  শেষ প্রশ্ন (অর্জুন ব্যাস), পদ্মাপূজা(মনসা), খান্ডব দহন,(৬টি নাটক)

৭. একের মধ্যে চার 2018 শহিদ সন্ন্যাসী (চৈতন্য), কালাপাহাড়, জীতু শহিদ. লালজামা ( মালেগাঁও বোম কান্ড)

৮.  আট এ আট 2018 -শম্বুক,পুনর্জন্ম, শৌচালয়, সবার মা,পিশাচ, লেনিন.পিকলু, প্রত্যাবর্তন মূল্য₹৬০/-

৯. অনাগরিক ২০১৯ ১.অনাগরিক ২.সৎকার ৩.টুসু ৪.কাঠগড়ায় চিকিৎসক ৫.আত্মীয় ৬.চূর্ণী (অনু নাটক) প্রতিষ্ঠা,স্কুল ব্যাগ, রাজনীতি নয় ধর্ম , দাড়ি , চ্যালেঞ্জ ,(পাঁচালী) সীতার বনবাস মূল্য ₹৭৫/-(১২টি নাটক)

১০. এক ডজন একক- রাবণ, ভবঘুরের কান্না(রাহুল সাংকৃত্যায়ন), চার্বাক, ভোগী, যশোধরা, বিনোদিনীর চৈতন্য, রেশমী (বাংলাদেশের পোশাকশিল্পের মজুরদের কথা),  চুর্ণীর কান্না ইত্যাদি।

এই লেখকের লেখা পড়তে এখানে ক্লিক করুন

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.