অসিত বিশ্বাস

অসিত বিশ্বাস

অসিত বিশ্বাসের জন্ম ১৯৭২ সালের ৫ই মার্চ, নদীয়া জেলার বাদকুল্লার নিকট গাঙনী নামক গ্রামে এক নিম্নবিত্ত নমশূদ্র পরিবারে। পরবর্তীকালে তাঁর পরিবার তারকনগর গ্রামে স্থানান্তরিত হয়। তাঁর পিতার নাম অনিল কৃষ্ণ বিশ্বাস; মাতা অঞ্জলী বিশ্বাস।

অসিত বিশ্বাস তারকনগর ও মাজদিয়া স্কুল থেকে পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে ভর্তি হন। বিএ পরীক্ষা দিতে দিতেই ভারতীয় ডাক বিভাগে করণিকের চাকুরি পান। আর্থিক দুরবস্থার কারণে তাঁকে সেই চাকুরী গ্রহণ করতেই হয়। তারপর বাটানগরে একটি স্কুলে সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন। স্কুলশিক্ষক হিসাবে কাজ করতে করতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে (সান্ধ্য) এম এ পড়তে থাকেন।  তারপর কাঁকিনাড়াতে একটি স্কুলে পড়িয়েছেন। সাত বছর স্কুলে পড়ানোর পর সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। তারপর পাশ্চাত্য সাহিত্য-ভিত্তিক বাঙলা চলচ্চিত্রের উপর পি এইচ ডি করেছেন গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে।

তিনি বর্তমানে নিউ টাউনের ডঃ এ পি যে আব্দুল কালাম গভঃ কলেজের ইংরেজির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তাঁর প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা চৌদ্দ। দলিত সাহিত্যের অঙ্গনে অসিত বিশ্বাস একটি নতুন মুখ। প্রকাশ করেছেন মাত্র ছয়টি ছোটগল্প ও দুই একটি কবিতা।

মনোহর মৌলি বিশ্বাস ও শ্যামল কুমার প্রামাণিকের অনুরোধে তাঁদের সম্পাদিত “শতবর্ষের দলিত সাহিত্য” গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ তিনিই সম্পাদনা করেছেন। তিনি মূলত অনুবাদক। তাঁর সম্পাদিত“Dalit Poems, Songs and Dialogues from Bengal in English Translation”একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর অনুদিত“চর্যাপদ”, নকুল মল্লিকের উপন্যাস “ক্ষমা নেই”, কল্যাণী ঠাকুরের উপন্যাস “আঁধার বিল ও কিছু মানুষ”, মীড সাহেবের ভাষণ, আয়েশা খাতুনের কবিতার বই “ফিরছি বাড়ির কাছে” প্রকাশের অপেক্ষায়।

এই লেখকের লেখা পড়ুন নীচের লিংকে

অসিত বিশ্বাসের রচনা

আপনার কেমন লাগলো?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.