রাজু দাসের জন্ম 11 ই এপ্রিল 1953 সালে ঢাকা জেলার ( বাংলাদেশ ) রামনগর গ্রামে। বাবা হিরালাল দাস, ছোট দারোগা ছিলেন । মা সুশীলা দাস গৃহকর্ত্রী।প্রাথমিক শিক্ষা : বান্দুরা হোলিক্রশ স্কুল।( বাংলাদেশ )
শান্তিনগর হাইস্কুল থেকে 1974 এ পাঁচবার এগারো ক্লাসের বোর্ড পরীক্ষা দিয়ে পাশ করেছেন।
1964 সালে ওপার বাংলা থেকে এপার বাংলায় উদ্বাস্তু হয়ে আগমন ।
1968 সাল থেকে 1984 সাল পযর্ন্ত নবারুণ নবরুপা সাহিত্য পত্রিকা ও শান্তিকুঞ্জ নাটকের দল চালাতে পর্যায়ক্রমে সতেরো বছর তিনচাকার রিকশা চালিয়েছেন ।
1973 সালে রাতের প্রহরী হিসাবে চাকুরী গ্রহণ।
1977 সালের 14 ই এপ্রিল ড: আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে গান্ধ্যর্ব মতে নমিতা রায়কে জীবন সঙিনী হিসাবে গ্রহন।
2013 সালে চাকুরী থেকে অবসর ।
দলিত নাটক লেখা ও অভিনয় করাই জীবনের মূল আদর্শ।
জনাকুড়ি দৃষ্টি প্রতিবন্ধী অভিনেতা অভিনেত্রী নিয়ে শান্তিকুঞ্জ ব্লাইন্ড নাট্য একাডেমি ( Regd ) নিয়ে অবসর যাপন।
47 টি ছোট গল্প, 87 টি নাটক, এক রিকশাওয়ালার আত্মকথা প্রকাশিত।
গোটা চল্লিশ টেলিড্রামা আছে YouTube এ।
Dalit natok by Raju das ( YouTube )
Dalit literature and dramatist in Bengal ( YouTube )
42 নাটকের ইংরাজি অনুবাদ (তিনখানি গ্রন্থে) প্রকাশের পথে।
তিনি বর্তমান সময়ের একজন প্রখ্যাত নাট্যকার এবং সাহিত্যিক। বাংলা দলিত নাট্যকার হিসাবে তার স্থান প্রথম সারিতে।
এই লেখকের লেখা পড়তে এখানে ক্লিক করুন